এইমাত্র
  • রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
  • নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে
  • ‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
  • সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
  • আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
  • বেনাপোল কাস্টমসে ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডলারের মান
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম

    পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    ফরিদপুরের আলফাডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আরব শেখ (৩৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

    শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মোসা. শাহিনুর বেগম (৩৬)। তিনি ওই ইউনিয়নের যোগিবরাট গ্রামের কৃষক সাকায়েত মোল্যার স্ত্রী। অভিযুক্ত আরব শেখ-ও একই গ্রামের মান্নান শেখের ছেলে।

    খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৫ মাস পূর্বে শাহিনুর বেগমের নিকট থেকে প্রতিবেশী আরব শেখ ১০ হাজার টাকা ধার নেন। ১ মাস পরেই ধারের টাকা পরিশোধ করার কথা থাকলেও দেননি তিনি। দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাইলে নানা অজুহাত দেন আরব শেখ। শাহিনুর বেগম পাওনা টাকা ফেরত চাইতে গেলেই রেগে যান আরব শেখ। এনিয়ে তাদের বিরোধ তৈরী হয়। শেষমেশ গতকাল শনিবার রাতে শাহিনুর বেগম ধারের টাকা ফেরত চাওয়াতেই বাঁধে বিপত্তি। ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে আরব শেখ। ওই গৃহবধূ প্রতিবাদ করার চেষ্টা করলে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এমনকি ওই গৃহবধূর গায়ের কাপড় ছিড়ে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শাহিনুর বেগম সেখানে চিকিৎসাধীন আছেন।

    এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

    জানতে চাইলে টাকা ধারের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত আরব শেখ বলেন, 'সে টাকা চাইতে আসলে আমাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে। এরপর সে প্রথম আমাকে মারধর শুরু করে। পরে আমিও তাকে মারছি। আমি-ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।'

    আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, 'বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…