এইমাত্র
  • পাকিস্তানের পররাষ্ট্রসচিব ঢাকা আসছেন আজ
  • বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
  • লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
  • জিলাপির অপেক্ষায় থাকা সেই ওসি মনোয়ার হোসেন ক্লোজড
  • বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
  • সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
  • সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিলো সিঙ্গাপুর
  • শিবগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • 'ইউক্রেন যুদ্ধে লাখো মানুষের মৃত্যুর জন্য ৩ ব্যক্তি দায়ী': ট্রাম্প
  • আজ বুধবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    সিংড়ায় ছাত্রলীগ-আ'লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

    সিংড়ায় ছাত্রলীগ-আ'লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

    নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে।

    শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মানিকদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, মানিকদিঘী গ্রামের পাকুরিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল সরকারকে তুচ্ছ ঘটনার জেরে মারধর করে আওয়ামী লীগের কয়েকজন নেতা ও কর্মীরা। পরে সমাধানের লক্ষে বিএনপির নেতা ১ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম এর ডাকা সালিশে যাওয়ার কারনে দুপুর পর বিকেল ৩টার দিকে বিএনপি নেতা সামসুলের সমর্থক ও বিএনপির কর্মী শফিকুল ও রহেদ এর বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হামলা চালায় প্রায় ২০ থেকে ২৫ জন লোক।

    ভুক্তভোগী শফিকুল ও রহেদ বলেন, আওয়ামী লীগের নেতা দুলাল ও ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর জামতলি বাজারে এক বিষয় নিয়ে বিএনপি নেতা শামসুলের সাথে কথা কাটাকাটি ও তাদের মধ্যে ঝামেলা হয় বিএনপির নেতা শামসুল কে জামতলি বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শামসুলের ডাকা সালিশে আমরা পাকুরিয়া বাজারে যাই তার পক্ষে এরই জের ধরে দুলাল ও জাহাঙ্গীরের লোকজন আমাদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

    শফিকুলের স্ত্রী রশিদা বেগম(৩৫) বলেন, আমার স্বামীকে বাড়িতে না পেয়ে আমাকে মারধর করে বাড়ির সব জিনিস পত্র ভাংচুর ও গরু বিক্রি করার নগদ ১লক্ষ টাকা নিয়ে যায় তারা।

    রহেদ বলেন, আমাদের গ্রামের বিএনপির নেতা শামসুলের সালিশে আমরা পাকুরিয়া ছিলাম আমাকে বাড়িতে না পেয়ে আমার মা ও সহধর্মিণীকে মারধর করে জিনিসপত্র ভাংচুর লুটপাট করে নগদ ৬০ হাজার টাকা নিয়ে চলে যায়।

    এ ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

    অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দুলাল ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গী আলম অভিযোগটি অস্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত নয়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে জানা নেই বলে দাবি করেন তারা।

    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিষয়টি ফোন কলে জানতে পেরেছি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…