রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাসের ধাক্কায় শাবানা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ক্যানাল ঘাটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাবানা আক্তার (৩০) উপজেলার দৌলতদিয়া কিয়ামউদ্দিন পাড়া গ্রামের গহের আলীর স্ত্রী। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
আহত ফাতেমা আক্তার পিংকি (০৮) উপজেলার দৌলতদিয়া ইদ্রিস মিয়া পাড়া এলাকার বাবলুর মেয়ে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগতির একটি হাইস (ঢাকা মেট্রো-চ ১২-৪১৪৬) মাইক্রোবাস ধাক্কা দিলে শিশুটি ও শাবানা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবানা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বর'কে জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি আটক করা হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এইচএ