এইমাত্র
  • রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
  • নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে
  • ‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
  • সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
  • আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
  • বেনাপোল কাস্টমসে ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডলারের মান
  • আজ রবিবার, ২৯ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম
    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম

    প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

    কামরুল হাসান, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পিএম

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ আরিফ (২১) ও একই এলাকার শাখাওয়াত হোসেন আকাশ (২৫)।

    এর আগে গত শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী ৫ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন, চরপার্বতী ৭ নম্বর ওয়ার্ডের মো.রাকিব (২২), ৯ নম্বর ওয়ার্ডের মো.নয়ন (১৯), একই এলাকার নয়ন (১৯)।

    মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ওই প্রবাসীর স্ত্রীকে হয়রানি ও কুরুচিপূর্ণ কথা বলে আসছিল অভিযুক্তরা। গত সোমবার রাতে ভুক্তভোগী নিজের ঘরে অবস্থান করে নিজের শরীরে এলার্জির ঔষধ লাগাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা ঘরের টিনের চালের ফাঁক দিয়ে মুঠোফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে গত মঙ্গলবার সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা।

    ভুক্তভোগী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি ওই নারীকে পর্নোগ্রাফি আইনে মামলা করার পরামর্শ দেন। পরে ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও আকাশকে গ্রেপ্তার করেন।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‌অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…