এইমাত্র
  • রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
  • ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
  • আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
  • নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে
  • ‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
  • সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
  • আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
  • বেনাপোল কাস্টমসে ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডলারের মান
  • আজ রবিবার, ২৯ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

    গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

    গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

    বিশ্বব্যাপী ঘোষিত এই ধর্মঘটের অংশ হিসেবে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ক্লাস, ল্যাব ও অন্যান্য কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

    এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, একটি জাতিকে যেভাবে বোমাবর্ষণ, ক্ষুধা এবং নিধনের মুখোমুখি করা হচ্ছে, সেখানে নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবির সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

    এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত বলেন, “বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মদদে ইসরায়েল সরকার গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। অব্যাহত বোমাবর্ষণে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন। অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, এমনকি স্বাস্থ্যকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। মুসলিম বিশ্বের নির্বিকারতা আমাদের ব্যথিত করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তাও উদ্বেগজনক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি নির্যাতিতদের হেফাজত করেন এবং গোটা উম্মাহকে প্রতিরোধের শক্তি দান করেন।”

    বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, “গাজার গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, আমরা মাভাবিপ্রবি থেকে তার প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও সামরিক পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা নেয়। আমাদের স্বাধীনতা পূর্ণতা পাবে তখনই, যখন গাজাসহ বিশ্বের সকল মানুষের মানবাধিকার নিশ্চিত হবে। মুসলিম উম্মাহর যুবকদের প্রতি আহ্বান-নিজ জাতিকে রক্ষায় জেগে উঠুন।”

    ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, “গাজার নির্যাতিত ভাই-বোনেরা বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন, তাদের একমাত্র দাবি গণহত্যা বন্ধ হোক। আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীরা তাদের এই ন্যায়সঙ্গত আহ্বানে সাড়া দিয়ে পূর্ণদিবস হরতাল কর্মসূচি পালন করবো। সরাসরি পাশে না দাঁড়াতে পারলেও, অন্তত আমাদের ভূমির রাজপথে দাঁড়িয়ে তাদের সংগ্রামের প্রতি সংহতি জানানো আমাদের নৈতিক দায়িত্ব।দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…