এইমাত্র
  • আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
  • বেনাপোল কাস্টমসে ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • ফটিকছড়িতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ডলারের মান
  • মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার
  • নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
  • শাহজাদপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
  • কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
  • পুলিশের চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, গ্রেফতার ২
  • ‘মার্চ ফর গাজা’: শাহবাগে থমকে আছে মেট্রোরেল
  • আজ শনিবার, ২৯ চৈত্র, ১৪৩১ | ১২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ভূঞাপুরে ইউএনওকে হুমকি, যুবক আটক

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম

    ভূঞাপুরে ইউএনওকে হুমকি, যুবক আটক

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১২:১৩ এএম

    টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    রবিবার (০৬ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

    আটক রানা ভূঞাপুর পৌরসভার ফসলান্দী গ্রামের হাজী শফিউদ্দিনের দত্তক নেয়া ছেলে।

    জানা যায়, ঈদকে কেন্দ্র করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে মানুষ। গণপরিবহনগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে রবিবার দুপু্রে ইউএনওর কাছে অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগের ভিত্তিতে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

    এতে অতিরিক্ত ভাড়া আদায়কারী কয়েকটি বাস, সিএনজি, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও চায়ের দোকানে প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধে বেশ কয়েকজনকে মোট ১১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। তারমধ্যে ড্রামট্রাক দেখাশোনা করার কাজে নিয়োজিত থাকা রানা নামের এক যুবক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

    একপর্যায়ে রানা নামের ঐ যুবক অভিযোগকারী ছাত্রদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় এবং অর্থদণ্ডের টাকা ছাত্রদের থেকে আদায় করার জন্য হুমকি প্রদর্শন করেন রানা। এছাড়াও শিক্ষার্থীদের অনুমতি না নিয়ে গোপনে ছবি তোলে।

    এরআগে বাসস্ট্যান্ড এলাকায় বাসের কিছু হেলপার ও শ্রমিকরা ছাত্রদের লাঞ্ছিত ও গায়ে হাত তোলার অভিযোগ করে শিক্ষার্থীরা।

    অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: পপি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিমসহ সাধারণ শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এর পরবর্তীতে ওই ভুক্তভোগী ছাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে। পরে ঘটনাস্থলে রানা ইউএনও’র কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওকে লাঞ্ছিত করে হুমকি প্রদান করে। ঘটনার পরপরই ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে আটক করে।

    এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ইউএনওকে হুমকি ও অসৎ আচরণের অভিযোগে রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…