বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া জানিয়েছেন, আগামী বছর হয়তো আর কৃষি গুচ্ছে থাকব না। তবে বাকৃবিকে যদি আগামী ৫ বছরের জন্য কৃষি গুচ্ছ পরীক্ষার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে গুচ্ছে থাকার কথা চিন্তা করব। আমরা বিশ্ববিদ্যালয়ের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। যদি এই সুযোগ না দেওয়া হয়, তাহলে কৃষি গুচ্ছে আর থাকব না।
শনিবার (১২ এপ্রিল) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, কৃষি গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত এ বছর চূড়ান্ত পর্যায়ে ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সরকারের আহ্বানে আমরা কৃষি গুচ্ছেই থেকে গেছি।
পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, দেশের ৯টি বিশ্ববিদ্যালয় এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা সর্বান্তকভাবে কাজ করে যাচ্ছি। তবে ঢাকায় জনসমাগম তুলনামূলক বেশি হওয়ায় সেখানে পরীক্ষার্থীদের আগেভাগেই কেন্দ্রে যেতে বলা হয়েছে।
এসআর