এইমাত্র
  • পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
  • বদলে গেল তাজউদ্দিন ও আইভি রহমানের নামে থাকা ২টি জলযানের নাম
  • সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার
  • ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে: মার্কিন বিশেষ দূত
  • এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
  • ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত
  • মানিকগঞ্জের ডা. উজ্জ্বলের বিরুদ্ধে ডিউটি ফাঁকি ও কমিশন বাণিজ্যের অভিযোগ
  • বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: মার্কিন পররাষ্ট্র দপ্তর
  • মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ
  • আজ বুধবার, ৩ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুরে ঘর ভেঙে ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

    শরীয়তপুরে ঘর ভেঙে ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

    শরীয়তপুরের সখিপুরে একচালা টিনের ঘর ভেঙে ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউএনও মুহাম্মদ আল-আমিনের বাবা, ভাই, চাচা ও আইনজীবীসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মুহাম্মদ আল-আমিন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন।

    শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে রয়েছেন— উত্তর সখিপুর মাধু সরকার কান্দি এলাকার বাসিন্দা ইউএনও মুহাম্মদ আল-আমিনের বাবা আমজাদ সরকার (৭০), ভাই মামুন সরকার (৩৫), চাচা মোয়াজ্জেম সরকার (৬০)।

    এছাড়াও আহত হয়েছেন- একই এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন মোল্লা (৪২), স্বপন মোল্লা (৪৫), আনোয়ার হোসেন মোল্লা (৪৮), মহন মোল্লা (৬২), আইয়ুব মোল্লা (৩০), সোহেল মোল্লা (১৯), আবু কালাম মোল্লা (৪০), নুর হোসেন মোল্লা (২৯), অ্যাড. দেলোয়ার খান (৪০), স্বপন মোল্লা (৩০), হানিফা সরদার (৪০), রুহুল আমিন মোল্লা (৫৫), নবির হোসেন মোল্লা (৪০), আলিম উদ্দিন মোল্লা (৬০), খোকন সরদার (৬০), আক্তার হোসেন খান (৩৫) ও আহম্মদ হোসেন খান (৫৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সখিপুরের রেজাউল মোল্লা ও তার চাচাতো ভাই মনসুর মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মনসুর মোল্লা ও তার লোকজন রেজাউলের একচালা টিনের ঘর ভেঙে ফেলেন এবং এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র দিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এছাড়া ৪টি ঘর ভাঙচুরের অভিযোগ উঠে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে।

    প্রবাসী রেজাউল মোল্লা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত মনসুর মোল্লার সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ। আমার ১৬ শতাংশ জমি মনসুর মোল্লারা দখল করতে চায়। এবিষয় নিয়ে আমাকে হুমকি ও মারধর করতে চায় মনসুর ও তাঁর লোকজন। এছাড়া আমার কাছে চাঁদাও দাবি করেন। তাই তাদের ভয়ে আমি অন্য এলাকায় বসবাস করি। কয়েকদিন আগে আমার জমিতে আমি একটি একচালা টিনের ঘর উঠিয়েছি। শনিবার সকালে মনসুর মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকারের নেতৃত্বে শতাধিক লোকজন নিয়ে আমার সেই একচালা টিনের ঘরটি ভেঙে ফেলে। বাঁধা দিতে গেলে আমাদের পক্ষের বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে আমাদের চারটি ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। মনসুর ও ইউপি সদস্য বাচ্চুসহ হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    তবে, মনসুর মোল্লার পক্ষের লোক ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, আমরা যার যার জমি বুঝিয়ে দিতে জমি মাপতে গেলে রেজাউল মোল্লার লোকজন বাঁধা দেয়। এসময় মনসুর মোল্লা ও রেজাউল মোল্লার লোলজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় আমি দুপক্ষকে থামাতে চেষ্টা করি। আমি কোন পক্ষে ছিলাম না।

    সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এঘটনায় কয়েকজন আহতও হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। এঘটনায় এখনোও কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…