হার্ট অ্যাটাকের পর উন্নত চিকিৎসা এবং বিশেষজ্ঞ পরামর্শের জন্য সোমবার (০৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ক্রিকেটার তামিম ইকবাল। রাত ১২টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
এই সফরে তামিম ইকবালের সঙ্গে থাকছেন তার স্ত্রী আয়েশা আক্তার, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল এবং তার বন্ধু ও ক্রীড়া সাংবাদিক মিনহাজ উদ্দিন খান। সূত্র অনুযায়ী, তামিম সিঙ্গাপুরের ফ্যারার পার্ক হাসপাতালে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মরিস চু’র অধীনে চিকিৎসা নেবেন।
গত ২৪ মার্চ ডিপিএলের একটি ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। তাকে প্রথম সাভারের কেপিজে হাসপাতালে দেয়া হয়। পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনদিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।
ঈদের আগেই জানা গিয়েছিল যে, পূর্ণাঙ্গ সুস্থতা এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য তামিম ইকবাল বিদেশ যেতে পারেন। তখন সম্ভাব্য গন্তব্য হিসেবে থাইল্যান্ড, সিঙ্গাপুর বা লন্ডনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সিঙ্গাপুরকেই বেছে নেওয়া হয়েছে তার চিকিৎসার জন্য।
এফএস