নড়াইল লোহাগড়ার সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (০৭ এপ্রিল) র্যাব-৬ যশোর শহরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া পশ্চিমপাড়া এলাকার রুস্তম মোল্লার ছেলে জাকারিয়া মোল্যা, মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩১ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমাপাড়ার বাসিন্দা সাবেক সেনাসদস্য বীরমুক্তিযোদ্ধ আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী নড়াইলের লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, হত্যার ঘটনা ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় রহস্য উদঘাটনসহ হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল দিবাগত ভোররাতে যশোর শহরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি জাকারিয়া মোল্লা ও সাদ্দামকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।