এইমাত্র
  • জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
  • অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক
  • নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে
  • আমরা দ্রুত একটি জাতীয় সনদে উপনীত হতে চাই: আলী রীয়াজ
  • বাংলাসহ হজের খুতবা অনুবাদ করা হবে ২০ ভাষায়
  • বরগুনায় ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের দাফন সম্পন্ন
  • রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
  • বান্দরবানে অবৈধ কাঠ চোরাচালানকারী আটক
  • ২৩৮ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি
  • আজ শনিবার, ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৬ এপ্রিল, ২০২৫
    আইন-আদালত

    যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

    যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

    বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    আজ বুধবার (০৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

    মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন গত ২২ মার্চ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

    এসময় এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত ওঠানোর জন্য বলা হয়। তখন আবুল হাসান বলেন, ‘হাত ওঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাপ লাগানো।’ পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

    তিনি বলেন, ‘আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে প্রায় ৫০ জন ছাত্র-জনতার লাশ পড়ে ছিলো। আন্দোলনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।'

    তবে আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

    মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

    গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…