এইমাত্র
  • স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
  • ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বুধবার
  • সহকারী কমিশনার সাইফুল ইসলাম ও অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
  • হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
  • বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
  • নাটোরে মালখানা থেকে চুরি হওয়া আরও টাকা ও স্বর্ণালংকার উদ্ধার
  • ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
  • নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার
  • নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
  • মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
  • আজ মঙ্গলবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

    অবৈধভাবে ভারতের লংথ্রাইপুঞ্জি গিয়ে বাংলাদেশি নিখোঁজ

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম

    সীমান্তে দিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় গিয়ে ফিরে আসেনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাসিন্দা কুটি মিয়া(৫০)। নিখোঁজ কুটি মিয়া দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মনির উল্ল্যাহর ছেলে।

    স্থানীয় এলাকাবাসীর ধারণা ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি আহত বা নিহত হয়েছেন।

    শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত কুটি মিয়া বাংলাদেশে ফিরে না আসায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আহাজারি চলছে।

    কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন,আমার স্বামী বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিল। এখন পর্যন্ত তার কোন খোঁজ খবর পাচ্ছি না। কোথায় আছেন তাও জানি না।

    দোয়ারাবাজার থানার ওসি বলেন,লোক মুখে শুনতেছি আর অনেকেই বলছেন,ভারতীয় খাসিয়াদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু আমরা এখনো তাঁর আহত কিংবা নিহত হওয়ার খবর পাইনি। ভারতে তিনি কী অবস্থায় আছেন,সেটাও আমাদের জানা নেই। তারা ছয়জন ভারতে ঢুকে পাঁচজন ফিরে এসেছেন, এটা জেনেছি।

    বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনের বেলা দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ছয় বাংলাদেশি ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার লংথ্রাইপুঞ্জি এলাকায় খাসিয়াদের বাগান থেকে সুপারি আনার জন্য প্রবেশ করেন। বিকালে ফেরার সময় সুপারি বস্তায় ভরেন তারা। ভারতীয় খাসিয়ারা তাদের দেখে ফেলায় তারা দৌড়ে পালিয়ে বাংলাদেশের আসার চেষ্টা করে পাঁচজন সীমান্ত পার হয়ে আসতে পারলেও কুটি মিয়ার আর ফেরা হয়নি। তবে তখন গুলির শব্দ শোনা যায়। কুটি মিয়া সেই গুলিতে আহত বা নিহত হয়ে থাকতে পারেন।

    পালিয়ে আসা ছয়জন হলেন,ময়না মিয়ার ছেলে ইসহাক মিয়া (৫০),মৃত এরাবুল্লাহর ছেলে আকবর আলী (৩১),আইয়ুব আলীর ছেলে হানিফ মিয়া (৩০), জরিফ উদ্দিন (৪৫),অজুদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫) ও মৃত চাঁন মিয়ার ছেলে সোনা মিয়া (৫৫)।

    তাদের মধ্যে খোকন মিয়া ও হানিফ মিয়ার বিরুদ্ধে বিজিবির চোরাকারবারি মামলা রয়েছে। কুটি মিয়া ও জরিফ উদ্দিনও চোরাকারবারি বলে জানা গেছে।

    এব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের বলেন, “গতকাল (১০ এপ্রিল) ছয়জন ভারতের অভ্যন্তরে প্রায় ৭ থেকে ১০ কিলোমিটারে দূরে গিয়েছিল। সেখান থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঁচজন ফেরত এসেছেন একজন এখন পর্যন্ত আসতে পারেননি।

    “তবে আমরা জানতে পেরেছি,ভারতে সুপারি চুরি করতে গিয়েছিলেন তারা। সেখানে কী অবস্থায় তিনি রয়েছেন, সে বিষয়ের তথ্যের জন্য আমরা কাজ করছি।

    তিনি আর বলেন,আমরা যেটা জানতে পেরেছি, তাদের ছয়জনই চোরাকারবারি। তাদের মধ্যে দুজনের নামে বিজিবির মামলা রয়েছে। ভারত থেকে ফেরা পাঁচজনই পলাতক রয়েছেন। তাদের আটক করতে আমাদের অভিযান চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…