জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারাকান্দি উত্তরপড়া জামে মসজিদ থেকে ফজর আলীর বাড়ির (রেললাইন) পর্যন্ত প্রায় ১ কি.মি. কাঁচা রাস্তায় আওয়ামী লীগের শাসন আমলে এক কোদাল মাটিও পড়েনি কখনো।
স্থানীয়দের অভিযোগ- মাটি না কাটায় বি.আর.এস কাগজপত্রে ২০ ফুট প্রস্থ্যের রাস্তা থাকলে কিছু পরিবার ঘর-বাড়ির নির্মাণের মাধ্যমে সেই রাস্তার জায়গা দখল করে নিয়েছেন। চলমান সময়ে ঐ রাস্তাটি এখন দুই পায়ের যাতায়াত রাস্তায় পরিনত হয়েছে। এতে প্রায় দুই হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তপাড়া গ্রামের ১কিলোমিটার রাস্তা দিয়ে তারাকান্দি ও রামচন্দ্রখালী সহ দুইটি গ্রামের কয়েক হাজার মানুষ নিয়মিত চলাচল করেন। বর্ষার সময় রাস্তাটি পানিতে তলিয়ে যায়। এতে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়। ছেলে-মেয়েদের স্কুল এবং শ্রমজীবী মানুষের যাতায়াতে বিপাকে পড়তে হয় ঐ সময় গুলোতে।
এদিকে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মেম্বারদের দুর্ভোগের কথা জানালেও কোন সংস্কার হয়নি। সংস্কার না হওয়ার ফলে ২০ ফুটের রাস্তা স্থানীয় প্রভাবশালীরা আ.লীগের প্রভাব খাটিয়ে অনেকেই দখল করে নিয়েছে। ২০ফুটের রাস্তা এখন ৭/৮ ফুট রাস্তা সরেজমিনে রয়েছে। প্রায় ২০০মিটার রাস্তা জোরপূর্বক দখল করে ঘর-বাড়ি নির্মাণ করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী কয়েজন ব্যক্তি। দখলকৃত রাস্তার জমি উদ্ধার করে বর্ষার আগেই পাকা করণের দাবি জানান দুই গ্রামের এলাকাবাসী।
স্থানীয় আব্দুল লতিফ, রাজা তালুকদার, মাসুদ রানা, লিপি বেগম ও বিথী বেগম সহ অনেকেই জানান, বাজার করে ভ্যান নিয়ে কখনো বাড়ি আসা যায় না। ছেলে মেয়েকে স্কুলে দিতে গেলে বর্ষার সময় যাওয়া যায় না। রাস্তায় হাটু পানি হয়। অনেক নেতা ও দলবল চলে গেলো কিন্তু আমাদের এই রাস্তাটা আর কেউ করে দিলো না। ধীরে ধীরে অনেক বড় রাস্তাটা দখল করে নিচ্ছে পাশের জমির ব্যক্তিরা। দ্রুত রাস্তা না হলে এক পায়ের রাস্তা হয়ে যাবে। আমরা দাবি জানাই দ্রুত রাস্তাটি বর্ষার আগেই সংস্কার করা হোক।
৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আনিছুর রহমান বলেন, ‘অনেক বছর পূর্বে রাস্তাটি হয়েছিলো। তারপর থেকে আ.লীগের ১৬ বছরে এক কোদাল মাটি কোন চেয়ারম্যান মেম্বার এই রাস্তায় দেয়নি। সরকারি রেকর্ডের রাস্তা আজ হারিয়ে যাচ্ছে। স্থানীয় অপু সহ কয়েকজন এই রাস্তার বেশ কিছু অংশ দখল করে নিয়েছেন। আমরা চাই বর্তমান সরকার প্রশাসনের মাধ্যমে জমি উদ্ধার করো রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
পোগলদিঘা ইউনিয়নের (ভারপাপ্ত) চেয়ারম্যান লাল মিয়া সরকার বলেন, ‘অল্প কিছুদিন হলো দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি জানতাম না। তাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বলেন, ‘রাস্তাটি সংস্কারের উপযুক্ত হলে আবদেন করার মাধ্যমে অবশ্যই সংস্কার হবে।
এইচএ