এইমাত্র
  • পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
  • ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • 'ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
  • কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি
  • কাশ্মিরে হামলা ভারতের ‘সাজানো’ ঘটনা
  • ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
  • জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
  • মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
  • যে কোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত
  • ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
  • আজ শুক্রবার, ১২ বৈশাখ, ১৪৩২ | ২৫ এপ্রিল, ২০২৫
    খেলা

    আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

    আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

    নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের দেওয়ার ২৩৬ রানের বিশাল লক্ষ্যে এক শ তোলার আগেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকেই অবিশ্বাস্যরকম ঘুরে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীরা। রিতু মনির দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেয় ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়।

    টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। তবে রেকর্ড গড়া সেই ম্যাচের পরের ম্যাচেই শঙ্কা জেগেছিল হারের। তবে সেটি কাটিয়ে দারুণ এক জয় পেল বাংলাদেশ। ৬টি দল নিয়ে পাকিস্তানে চলছে ভারতে অনুষ্ঠেয় চলতি বছরের নারী বিশ্বকাপের বাছাইপর্ব। এই বাছাইপর্বের পয়েন্ট তালিকায় থাকা সেরা দুই দল খেলবে নারী বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে জিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো টাইগ্রেসদের।

    আজ আইরিশদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে শুরুর ৫ ব্যাটারের মধ্যে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। শারমিন ২৪ রানে আউট হলেও ৫১ রান করে থামেন জ্যোতি। এক শ রানের আগে ৫ উইকেট হারিয়ে প্রায় হারের মুখে পড়ে বাংলাদেশ।

    তবে ছয়, সাত ও আট নম্বরে নামা রিতু মনি, ফাহিমা খাতুন ও জান্নাতুল ফিরদুসের দৃঢ়তায় দুই শ পার করে বাংলাদেশ। ফাহিমা ২৮ ও ফিরদুস ১৯ রান করে আউট হলেও রিতু উইকেটে টিকে রানের চাকা সচল রাখেন। ১৮৬ রানে ৮ উইকেট হারানোর পর নাহিদা আক্তারকে নিয়ে গড়েন ৩৩ বলে অপরাজিত ৫৬ রানের দুর্দান্ত জুটি। এই জুটিই দলকে জয়ের বন্দরে ভেড়ায়। ৬১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন রিতু। আর দশ নম্বরে নাাম নাহিদা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। তাতে ৮ বল বাকি থাকতেই জয় পায় বাংলাদেশ।

    এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থেমেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই আইরিশ নারীদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান ছিল ১৯৩। আইরিশদের বিপক্ষে সর্বোচ্চ ২৫২ রান তোলার নজির আছে বাংলাদেশের। গত বছর নভেম্বরে মিরপুরে এই রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল।

    লাহোরে টসে জিতে ব্যাট করতে নেমে আজ ৬ রানের মাথায় আয়ারল্যান্ড প্রথম উইকেট হারালেও এরপর দৃঢ়তা দেখায়। ৭৭ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন ওরলা প্রেনডারগাস্ট ও লরা ডিলানি। মূলত, আইরিশদের দুই শ পার করতে মূল ভূমিকা রাখেন এই দুজনই। ৬৪ বলে ৪১ রান করে প্রেনডারগাস্ট আউট হলেও ডিলানি আউট হন ৭৫ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। এছাড়া অ্যামি হান্টার ৩৮ বলে ৩৩ ও আরলিন কেলি ১৭ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে দলের লড়াকু সংগ্রহে বড় অবদান রাখেন।

    বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল লেগ স্পিনার রাবেয়া খান। ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি উইকেট পেলেও ৮ ওভারে ফাহিমা খাতুনকে হজম করতে হয়েছে ৫০ রান। বাকি একটি উইকেট জান্নাতুল ফিরদুসের। এর বাইরে দুইজনকে রানআউট করে বাংলাদেশ।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…