এইমাত্র
  • কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
  • আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
  • সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
  • কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
  • গাজীপুরে তিন মামলায় দীপু, পলক ও কামরুলসহ ৬ জন আদালতে
  • সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ম্যাচ শেষ হতেই হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থকরা
  • জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
  • আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ঝিনাইদহে নলকূপে কীটনাশক ঢেলে পানি পান, হাসপাতালে ৬ শিশু
  • আজ মঙ্গলবার, ৯ বৈশাখ, ১৪৩২ | ২২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

    নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

    বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস লিঃ নামক পোশাক কারখানার প্রায় দেড় থেকে দু'শ শ্রমিক বকেয়া পাওনার দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা সড়কে বসে পড়লে যান চলাচল আটকে যায়। পোশাক শ্রমিকদের অভিযোগ এসময় বেশ কিছু পরিবহন শ্রমিক তাদের মারধর করে। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

    এদিকে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এএসটি গার্মেন্টের মালিকপক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করে পনেরো দিনের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে। পরে রাতের আধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে মালিক পক্ষ। তারা পাওনা আদায়ের জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে সেটি বন্ধ পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে মালিকপক্ষ কারখানাটির মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেয়। এসময়ে বেশ কিছু গণপরিবহনের শ্রমিকরা নারী পোশাক শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়।

    এবিষয়ে জানতে এ এস টি গার্মেন্টসের উৎপাদন ব্যাবস্থাপক মিজানুর রহমানের ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেন নাই। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেন বক্তব্য পাওয়া যায় নাই।

    এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে পাশে অবস্থান করান।

    এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে জানতে পারে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন না দিয়ে মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাদের সাথে কথা বলে আইনগত ব্যাবস্থা নেয়ার পরামর্শ দেই। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে এসে যান চলাচল স্বাভাবিক করি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…