এইমাত্র
  • সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
  • কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
  • গাজীপুরে তিন মামলায় দীপু, পলক ও কামরুলসহ ৬ জন আদালতে
  • সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ম্যাচ শেষ হতেই হামজার ওপর চড়াও প্রতিপক্ষের সমর্থকরা
  • জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
  • আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ঝিনাইদহে নলকূপে কীটনাশক ঢেলে পানি পান, হাসপাতালে ৬ শিশু
  • ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
  • রাজধানীতে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৯ বৈশাখ, ১৪৩২ | ২২ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পিএম

    নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পিএম

    নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে নেয়ার ঘটনায় মো. শফিক (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।

    রবিবার (১৪ এপ্রিল) রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মো. শফিক সিদ্ধিরগঞ্জ নিমাই কাসারী এলাকার আব্দুল খালেকের ছেলে। এর আগে শনিবার একই ঘটনায় সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে ১২ এপ্রিল গ্রেফতার করা হয়।

    র‌্যাব-১১ প্রেস রিলিজ এসব তথ্য জানানো হয়, সিদ্ধিরগঞ্জে সাহেব পাড়া এলাকায় এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লি. প্রতিষ্ঠানে গত ২৬ মার্চ ৮-১০ জন আনসার সদস্য বাদীর প্রতিষ্ঠানে ডিউটি করে। বিকেলে ২ জন আনসার সদস্য বাহিরে ইফতার কিনে প্রতিষ্ঠানের উত্তর পাশের মূল ফটক দিয়ে প্রবেশ করার সময় অজ্ঞাত ৫০-৬০ জন দুষ্কৃতিকারীরা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা দায়িত্বরত আনসারদের মারধর করে। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন দুষ্কৃতিকারীরা তাহাদের দখলে নেয়। দুষ্কৃতিকারীরা আনসার সদস্যদের হাত-পা বেঁধে প্রতিষ্ঠানের ২য় তলার একটি অফিস রুমের ভিতরে আটকিয়ে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়।

    র‌্যাব আরও জানায়, এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা বাদির প্রতিষ্ঠানের মেইন লাইন হইতে বিভিন্ন মেশিনের সহিত সংযুক্ত পাওয়ার ক্যাবল যাহা তামার তারের উপরে কালো ইনসুলিশন দ্বারা মোড়ানো ঘন ক্যাবলসহ সর্বমোট ৩ কোটি ৩৪লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে। দুষ্কৃতিকারীরা যাওয়ার পর আনসার সদস্যরা পারস্পরিক সহায়তায় তাহাদের বাঁধন খুলে অফিস কক্ষের জানালা দিয়ে বাহির হয়ে, গ্রিলের মাধ্যমে নিচে নেমে প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক খোলা দেখতে পায়। ফ্লোরে ট্রাকের চাকার দাগ দেখতে পায়।

    আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন প্রতিষ্ঠানের ভবনের সিঁড়ির সামনে পাকা ফ্লোরে পাওয়া যায়। এমতাবস্থায় আনসার সদস্যরা বাদিকে ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মোবাইল ফোনে জানালে বাদী ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিস্তারিত শুনে প্রতিষ্ঠানের লুণ্ঠিত হওয়া মালামালের হিসাব-নিকাশান্তে বিষয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা শেষে থানায় দায়ের করে।

    চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…