এইমাত্র
  • প্রধান উপদেষ্টা ও মো‌দির বৈঠক হবে ব্যাংককে
  • বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
  • শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জনের মৃত্যু
  • বিমসটেক সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার
  • সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ২০১২ সালে ড. ইউনূস: ড. খলিলুর রহমান
  • আমরা কখনোই বলিনি নির্বাচনের পরে সংস্কার: মির্জা ফখরুল
  • মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ, আহত ১৪৫
  • চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম
  • তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
  • আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ এপ্রিল, ২০২৫
    খেলা

    আবুধাবিকে ‘হোমগ্রাউন্ড’ বানালো আফগানিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

    আবুধাবিকে ‘হোমগ্রাউন্ড’ বানালো আফগানিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

    রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না আফগানিস্তানে। তাই হোম ম্যাচগুলো ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয় আফগানদের। এর আগে, ভারতের একটি স্টেডিয়ামকে নিজেদের হোমগ্রাউন্ড বানিয়ে স্বাগতিক হিসেবে ম্যাচ খেলেছে তারা। এবার সেই ভেন্যুতেও এলো পরিবর্তন।

    আগামী ৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে নিজেদের হোম গ্রাউন্ড বানিয়েছে তারা। আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে, যেটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

    চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলোও আয়োজন করতেও থাকবে না কোন বাধা। পাকিস্তানও ইতোপূর্বে এই স্টেডিয়ামকে নিজেদের হোম বানিয়েছিল।

    এসিবির প্রধান নির্বাহী নাসিব খান জানান, আবুধাবির প্রিমিয়াম সব সুবিধা ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশেষভাবে বয়সভিত্তিক পর্যায়ে একটি বড় অর্জন। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে নির্ধারণ করতে পারা এবং বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতে জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।

    প্রসঙ্গত, ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পায় আফগানিস্তান। এরপর থেকেই বৈশ্বিক আসরে বেশ চমক দেখিয়ে আসছে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…