জয়পুরহাটের কালাই উপজেলায় ১৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক কিশোরকে বলাৎকার করার অভিযোগে মকবুল হোসেন (৬২) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে গ্রামবাসীরা৷
মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জেলার জিন্দারপুর ইউনিয়নের দামথর গ্রামের পুকুর পাড়ে বসেছিলেন বাকপ্রতিবন্ধী কিশোর। এসময় ওই বৃদ্ধ মাঠে ঘাস কাটতে আসে। একপর্যায়ে ওই বৃদ্ধ পুকুরপাড়ে গিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরটির হাতে বিস্কুট দিয়ে মাঠে নিয়ে যান। সেখানে মরিচের ক্ষেতে নিয়ে বলাৎকার করতে থাকে ওই বৃদ্ধ। তখন ক্ষেতের পাশ দিয়ে দুইজন মহিলা যাওয়ার সময় কিশোরটি চেঁচামেচি শুনতে পায়। এগিয়ে গিয়ে তারা ওই বৃদ্ধকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
কিশোরটির বাবা বলেন, আমার বাকপ্রতিবন্ধী সন্তানকে বলাৎকার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করছি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, ওই কিশোরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।