এইমাত্র
  • তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং
  • জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৮ এএম

    যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:১৮ এএম

    ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মাঝে ৫ শিশুও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, রোববারও রাতভর দেশটির বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতির শীর্ষ নেতাদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। হামলায় গুরুত্বপূর্ণ কয়েক নেতা নিহত হয়েছে বলেও দাবি তাদের। তবে বিষয়টি নিশ্চিত করেনি হুতি।

    লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতিদের হামলাকেই এই হুতিবিরোধী অভিযানের কারণ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের মাধ্যমে ইরানকেও সতর্ক করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

    অপরদিকে, লোহিত ও আরব সাগরে মার্কিন ও মিত্রদেশের জাহাজ বহরে হামলা বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

    এর আগে হুতিকে সাবধান করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প তখন লিখেছিলেন, ইরানের অর্থায়নে হুথি সন্ত্রাসীরা মার্কিন যুদ্ধবিমান এবং আমাদের সেনা এবং মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ বিলিয়ন ডলার নষ্ট করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’।

    এসময় ইরানকে সতর্ক করে ট্রাম্প আরও লিখেছেন, তাদের অবিলম্বে সমর্থন বন্ধ করতে হবে। ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা পুরোপুরি এর জবাব দেবে এবং এতে আমরা ভালো হবো না।

    প্রসঙ্গত, গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে শনিবার (১৫ মার্চ) হামলা চালায় যুক্তরাষ্ট্র।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…