এইমাত্র
  • চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে প্রাণ গেল যুবদল নেতার
  • পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিনের বিষয়ে আদেশ আজ
  • সিরাজদিখানে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • জিম্মি মুক্তির বিষয়ে ভুল তথ্য দিচ্ছে হামাস, দাবি যুক্তরাষ্ট্রের
  • ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
  • বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভিজিএফের চাল বিতরণ স্থগিত
  • নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ
  • সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৮
  • শিক্ষার্থীদের নিয়ে ইবি ছাত্রদলের ইফতার
  • আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
  • আজ রবিবার, ২ চৈত্র, ১৪৩১ | ১৬ মার্চ, ২০২৫
    শিক্ষাঙ্গন

    যবিপ্রবিতে যুক্ত হলো নতুন তিন বিভাগ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম
    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

    যবিপ্রবিতে যুক্ত হলো নতুন তিন বিভাগ

    আশরাফুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যুক্ত হচ্ছে নতুন তিনটি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে নতুন তিনটি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিভাগ তিনটি হলো: বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস এবং হিউম্যানিটিস (নন ডিগ্রি)। এর মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে হিউম্যানিটিস (নন ডিগ্রি) বিভাগ যুক্ত হবে।এই ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ৩০টি।

    যুক্ত হওয়া নতুন তিনটি বিভাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অনুমোদিত বিভাগ তিনটির মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগটিতে ইতোমধ্যে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগে এবছর জনবল নিয়োগ দিয়ে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।

    আমরা এ দুটি বিভাগে জনবল নিয়োগের অনুমোদন পেয়েছি। আর নন ডিগ্রি ডিপার্টমেন্টের অধীনে বাংলাদেশ স্টাডিজের মতো কমন বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিভাগের অধীনে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না। এ বিভাগটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকবে।

    উল্লেখ্য যবিপ্রবিতে ইতিপূর্বে ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগ ও সদ্য যুক্ত হওয়া যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের অধীনে ১০ টি বিভাগ রয়েছে। তবে অন্যান্য অনুষদের মতো বিভাগ থেকে ডিগ্রি প্রদান না করে ভেটেরিনারি অনুষদ থেকে ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…