এইমাত্র
  • গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
  • 'নিজেদের চাহিদা পূরণে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে'
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া ও হাতুড়ে ডাক্তার রতনের দৌরাত্ম

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৭ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৭ এএম

    ব্রাহ্মণবাড়িয়ায় ভূয়া ও হাতুড়ে ডাক্তার রতনের দৌরাত্ম

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৭ এএম

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর বাজারের হাতুড়ে ভূয়া ডাক্তার ডিএমএফ পাশ করা রতন বিশ্বাস অজয় মেডিক্যালের মালিক। দীর্ঘদিন ধরে সে চিকিৎসার নামে অপচিকিৎসা করে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সে পুলিশ-প্রশাসন ম্যানেজ করে দীর্ঘদিন যাবত এই কাজ করে আসছে। আগেও সে অনেক অনৈতিক চিকিৎসার জন্যে নোটিস পেয়েছে । কিন্তু সে কোনো ভাবেই তার অপচিকিৎসা বন্ধ করছে না।

    গোপন সূত্রে জানা যায়, রতন একাধারে সার্জন, গাইনি চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, সর্বরোগের চিকিৎসা দিয়ে থাকেন। জয়েন্ট ইনজেকশন দিয়ে অনেক প্রফেসর এর চেয়ে বেশি টাকা নেয়। ভুল প্লাস্টার করে রোগীর কাছ থেকে নেই ৩০০০-৫০০০ টাকা, যা অনেক অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনরা নেন না। রতন ফার্মাসিতে বসেই বড় বড় সার্জারি করে। রতন একজন ডিপ্লোমাধারী। বাংলদেশ মেডিকেল আইন অনুযায়ী রতন চিকিৎসকের নাম ব্যবহার করে চিকিৎসা দিতে পারেনা।

    জানা যায়, বিজয়নগরের কাঞ্চনপুরের শফিকুল ইসলামের ছেলে মাইনুল (১০) নামের এক শিশুর পায়ে ফোড়া নিয়ে গুরুতর অবস্থায় রোববার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে ভূয়া হাতুড়ে ডাক্তার রতন বিশ্বাসের গোমড় পাশ হয়ে যায়। রতন বিশ্বাস শিশুটিকে রেফার না করে নিয়মিত ড্রেসিং করে হাজার হাজার টাকা ভাঙিয়ে নিয়েছে। কিন্তু কোন উন্নতি হয়নি।

    চিকিৎসক জানান, ভূল চিকিৎসার কারনে শিশুটির হাড়ে অস্টিওমায়েলাইটিস নামক জটিল রোগ হয়েছে। এটার চিকিৎসা ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে করাতে হবে। সময়ে ডাক্তার না দেখিয়ে ভুয়া ডাক্তার দিয়ে ভুল সার্জারি করে এই সমস্যা হয়েছে৷

    বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ভূইয়া বলেন, ডিএমএফ করা কেউ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া অন্যায়। একজন সার্জন না হয়ে অপচিকিৎসা করা আয়নীয় দণ্ডনীয় অপরাধ৷

    ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জেন ডা. মোঃ নোমান মিয়া বলেন, এগুলো অপচিকিৎসা, এ বিষয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…