এইমাত্র
  • গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
  • 'নিজেদের চাহিদা পূরণে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে'
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুর আদালতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, অভিযোগ বাক্স স্থাপন

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৫ এএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৫ এএম

    শরীয়তপুর আদালতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু, অভিযোগ বাক্স স্থাপন

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:১৫ এএম

    শরীয়তপুর জেলা আদালতে ঘুষ ও অনিয়ম নিয়ে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে দুর্নীতি রোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের বিভিন্ন শাখায় ঘুষ গ্রহণ ও ফি নির্ধারণ নিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে, যেখানে বিচারপ্রার্থীরা তাদের অভিযোগ জমা দিতে পারবেন।

    সোমবার (১৭ মার্চ) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিঞার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের এজলাসের সামনে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। পাশাপাশি মুঠোফোন (01778842949), হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ রাখা হয়েছে।

    সম্প্রতি শরীয়তপুর আইনজীবী সমিতির এক সভায় আদালতের কর্মচারীদের জন্য ঘুষের নির্ধারিত হার ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। যা ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিষয়টি সামনে আসার পর আদালত দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়।

    শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশাসনিক কর্মকর্তা সামছুল হক সরকার জানিয়েছেন, আদালতের কোনো কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত নন। তিনি বলেন, "আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি। কেউ আদালতের কর্মচারীদের নাম ব্যবহার করে হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

    এদিকে, আদালতের নেওয়া পদক্ষেপ ও আইনজীবী সমিতির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ জনগণ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…