এইমাত্র
  • দক্ষিণ আফ্রিকার এক স্বর্ণ খনি থেকে ৬০ জনের মরদেহ উদ্ধার
  • ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
  • এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
  • পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি
  • সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
  • শিবচরে দুর্বৃত্তের আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
  • প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন: আইন উপদেষ্টা
  • তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
  • শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা
  • ৬টি কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে: উপদেষ্টা রিজওয়ানা
  • আজ বুধবার, ২ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    ১৬ প্রভাষকের স্বাক্ষরিত দরখাস্তে ১৪ বানান ভুল!

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

    ১৬ প্রভাষকের স্বাক্ষরিত দরখাস্তে ১৪ বানান ভুল!

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

    নীলফামারীর ডিমলায় গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ১৬ প্রভাষক মিলে লেখা ও স্বাক্ষরিত এক দরখাস্তে ১৪টি বানান ভুল হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

    এ ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন জেগেছে। এত জন প্রভাষক মিলে লেখা ও স্বাক্ষরিত এক দরখাস্তে কীভাবে এত বানান ভুল হয়— প্রশ্ন শিক্ষার্থীদের।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ভুলে ভরা সেই দরখাস্তটি পড়ে দেখা যায়, অপসারন (অপসারণ), স্বাক্ষরকারীগন (স্বাক্ষরকারীগণ), অংশগ্রহন (অংশগ্রহণ), ভূগিতেছি (ভুগতেছি/ভুগছি), পরিসিস্থিতি (পরিস্থিতি), শিক্ষকগন (শিক্ষকগণ), ষরযন্ত্র (ষড়যন্ত্র), প্রবাহীত (প্রবাহিত), পরিসিস্থিতি (পরিস্থিতি), শিক্ষকগন (শিক্ষকগণ), দুর্নিতি (দুর্নীতি), অপসারন (অপসারণ), বিষম্য (বৈষম্য), প্রভাষকগন (প্রভাষকগণ) বানান ভুল। তাছাড়াও সেখানে ইং তারিখের পরিবর্তে খ্রিষ্টাব্দ হবে। কম্পিউটার টাইপের পরিবর্তে কম্পিউটার কম্পোজ হবে। এছাড়াও দরখাস্তটিতে সাধু ও চলিত ভাষার মিশ্রণ রয়েছে।

    এ প্রসঙ্গে নবম শ্রেণী শিক্ষার্থী মেজবা মাহিন বলেন, ১৬ দফা দাবি শিক্ষকদের দেয়া হলে তারা নিজ ইচ্ছায় আমাদের সাথে ঐক্যমত পোষণ করে এবং স্বাক্ষর করেন। অভিযোগের শিক্ষকগণ যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা এবং ভিত্তিহীন। শিক্ষকগণ সাধারণ শিক্ষার্থীদের বখাটে বলে চরম অপমান করেছে।

    নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী শাহরিয়ার রাজ বলেন, আমরা কোনো শিক্ষককে জোরপূর্বক ভাবে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করিনি। অথচ প্রভাষক স্যারেরা উল্লেখ করেছেন উনাদের হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা শিক্ষকদের গালিগালাজ বা কোন ধরনের হেনস্তা করিনি। এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।

    ভুল বানানে লেখা দরখাস্তের সমালোচনা করে গয়াবাড়ী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৬ প্রভাষক মিলে অল্প কয়েক লাইনের একটা দরখাস্তে এতগুলো ভুল বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দরখাস্তটি পড়ে স্যারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। যারা শিক্ষার্থীদের শেখাবেন তাদের যদি শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন থাকে তাহলে তারা কিভাবে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদান করবেন?

    এ বিষয়ে জানতে চাইলে প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, ‘কামরুজ্জামান স্যার সবার সাথে কথা বলে স্বাক্ষর নেন। সেই সময় আমি তিন বার বের হয়ে আসতে চাইলে আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেন।’

    অভিযোগ পত্রে স্বাক্ষরদানকারী প্রভাষক শিখা রানী সরকার বলেন, ‘অভিযোগ পত্রটি না পড়েই আমি কামরুজ্জামান স্যারের কথায় স্বাক্ষর করি।’

    দরখাস্তে এত গুলো ভুল কিভাবে হলো এই বিষয়ে জানার জন্য প্রভাষক কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কি তোমার কাছে পরীক্ষা দিছি। তুমি কি এই বিষয়ে আমাকে নাম্বার দিবে। এক পর্যায়ে রাগান্বিত হয়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…