এইমাত্র
  • ঝালকাঠিতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত জেলা ছাত্রলীগ নেতা কারাগারে
  • শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
  • রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হবে ৩৬ কোটি টাকা
  • আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি
  • ধাওয়া দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ
  • জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
  • বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির
  • নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১
  • ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • আজ মঙ্গলবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুল হকসহ ২০ জনের নামে মামলা

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম

    চাঁপাইনবাবগঞ্জে বেনজীর-শহীদুল হকসহ ২০ জনের নামে মামলা

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম

    অপহরন, গুম ও ক্রসফায়ারের অভিযোগে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে ক্রসফায়ারে নিহত আবুল হোসেন বাবুর স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

    শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন।

    এ মামলার অন্য আসামীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা উপ-পরিদর্শক মোজ্জাম্মেল হক ও র‌্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালীনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করা হয়।

    বাদীর আইনজীবি নুুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালে ৫ সেপ্টেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রহনপুর বাস টার্মিনালে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেন বাবুকে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরদিন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনজীবি আরও বলেন, এতদিন হুমকি-ধমকি ও ভয়ে মামলা দায়ের করতে পারেনি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী।

    এদিকে, এতদিন পর স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম ও তার মা হাসনারা বেগম।

    জুলেখা বেগম জানান, তাঁর স্বামী আবুল হোসেন বাবু বিএনপির কর্মী ছিলেন। এটাই তার দোষ। অন্য কোন কিছুর সাথে সে জড়িত ছিলনা। আইন বর্হিভূত এই হত্যা কান্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

    আরইউ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…