এইমাত্র
  • কুড়িগ্রামে আবারও বন্যা, পানিবন্দি হাজারো মানুষ
  • শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার পর যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ‘আমি চার-পাঁচ ম্যাচ বেশি খেললে দেশের ক্রিকেটের কী উপকার হবে’
  • হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যার দাবি ইসরাইলের
  • শিক্ষাপ্রশাসনে বড় রদবদল
  • নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহণ বন্ধ ঘোষণা
  • বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
  • গাজীপুরে দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই
  • হিজবুল্লাহর আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
  • ডা. জোবাইদা রহমানের সাজা এক বছর স্থগিত
  • আজ সোমবার, ১৪ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    জমির বিরোধে আহত যুবকের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

    জমির বিরোধে আহত যুবকের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

    নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবিকুল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাবিকুল। নিহত সাবিকুল উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

    পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার পাহাড়পুর গ্রামের দীর্ঘ দিন যাবত নুরুল্লাহ গ্রুপের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল সাবিকুলের। এরইজেরে ২৮ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে নুরুল্লাহর লোকজন সাবিকুলের বাড়িতে তাদের উপর হামলা করে। এতে সাবিকুল গুরুতর আহত হন।

    স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সাবিকুলের অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালের দিকে তিনি মারা যান।

    কেন্দুয়া থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় আহত পাহাড়পুর গ্রামের সাবিকুলের চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করা হবে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…