এইমাত্র
  • ভোলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • আপত্তিকর ছবি ছড়াতেন সাবেক স্বামী, অভিমানে গৃহবধূর আত্মহত্যা
  • ক্যারিয়ারের শেষ বেলায় সাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলল ইসিবি
  • মুন্সিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
  • ‘মা‌ওলানা সাদ-এর বাংলাদেশে আসার কোনো অধিকার নেই’
  • ঢাবি’র ভর্তিতে নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলে নোটিশ
  • সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতি ইসরায়েলি বন্দির জন্য ‘১ মিলিয়ন ডলার’ দিবে নেতানিয়াহু
  • টানা ৪ দফা বাড়ার পর ১ টাকা কমলো এলপি গ্যাসের দাম
  • গোপালগঞ্জে ইজিবাইক চাপায় শিশু নিহত
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    উলিপুরে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

    উলিপুরে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে অজ্ঞাত স্থান থেকে নিন্মমানের সামগ্রী এনে রাস্তায় ফেললে স্থানীয়দের তোপের মুখে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। পরে সেখান থেকে সটকে পড়েন তারা। পৌর প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে উলিপুর হাসপাতাল থেকে জোনাইডাঙা বটেরতল পর্যন্ত ৯৪২ মিটার রাস্তার দরপত্র আহ্বান করা হয়। রাস্তাটি পাকাকরণের দায়িত্ব পায় খুলনার মেসার্স মোস্তফা এন্ড সন্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি ১৯ লাখ ৪৮ হাজার ৪৩২ টাকা। মোস্তফা এন্ড সন্স ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটি কিনে নেন লালমনিরহাটের শাহাদৎ হোসেন নামের এক ব্যক্তি। কাজটির মেয়াদ চলতি মাসের ২৮ নভেম্বর শেষ হবে বলে জানা গেছে।

    অভিযোগ রয়েছে, পৌর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে সাব ঠিকাদার শাহাদৎ হোসেন দ্বায়সাড়াভাবে কাজ করছেন। গত এক বছর আগে রাস্তাটি খনন করে ফেলে রাখেন তারা। খননকৃত রাস্তায় বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা।

    সরেজমিনে দেখা গেছে, রাস্তার ওপর নিম্নমানের ইটের টুকরা ও বালু পড়ে আছে। সড়ক পাকাকরণে সাববেজে ১০ ইঞ্চি থাকার কথা থাকলেও সেখানে রয়েছে ৬-৭ ইঞ্চি। বালু দশমিক আট (০.৮) এফএম এর পরিবর্তে লোকাল দশমিক পাঁচ (০.৫) বালু ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণির ৩৮ এমএম ইটের খোয়া ব্যবহার করার নিয়ম থাকলেও সেখানে ৭৫ থেকে ১০০ এমএম থার্ডক্লাস ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয় বালু ও খোয়ার অনুপাতও ঠিক চোখে দেখা যায় নি।

    এদিকে, পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে ডাক্তার নাজমা হাউজের সামন হতে বুড়ী তিস্তা নদী ভায়া বাংলালিংক টাওয়ার পর্যন্ত ৬৭৫ মিটার আর.সি.সি ড্রেনের কাজেও নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুই কোটি ১১ লাখ ৯০ হাজার ৮২৬ টাকা ব্যয়ে কাজটি পেয়েছেন একই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্ড সন্স।

    সেখানে দেখা গেছে, দেড় মিটার প্রস্থ ড্রেন নির্মাণে পাথরের সাইজ ঠিক নেই। বালুর এফএম দুই দশমিক পাঁচ (২.৫) থাকার কথা, কিন্তু দেওয়া হচ্ছে এক (১.০০) এফ এম। ঢালাইয়ের অনুপাত ঠিক নেই। পুরো ড্রেন হানিকম বের হয়েছে, যা আলাদা সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

    একটি সূত্র জানায়, সাব ঠিকাদার শাহাদৎ হোসেন প্রভাবশালী হওয়ায় এবং উলিপুর পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তার সঙ্গে কাজের অংশীদারিত্ত¡ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কয়েকটি বড় বড় ট্রাকে করে খোয়া এনে রাস্তায় ফেলা হয়। এর মধ্যে কিছু অংশে আবার বালু দিয়ে ঢেকে দেয়। রাতের আঁধারে ঠিকাদারের লোকজনের এমন তুঘলকি কাÐ দেখে সন্দেহ হয়। পরে এলাকাবাসী কাজে বাধা দিলে তারা চলে যান।

    সাব ঠিকাদার শাহাদৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মেসার্স মোস্তফা এন্ড সন্সের স্বত্ত¡াধিকারী শহিদুল হক বলেন, বিষয়টি আমিও জানতে পেরেছি। উনি (সাব ঠিকাদার) যদি কাজের মান খারাপ করে তাহলে সেটি মানা হবে না।

    উলিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম বলেন, বিষয়টি শুনেছি কিন্তু যাওয়া হয়নি। তবে আপাতত কাজ বন্ধ রয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…