আবারও গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কারখানার শ্রমিকরা। আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টার থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা ট্যাক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা স্থানীয় তারা টেক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক। এটি টঙ্গীর আউচপাড়া নাইমুদ্দিন মোল্লা সড়কে অবস্থিত। কারখানাটিতে কাজ করেন প্রায় দুই হাজার শ্রমিক। কারখানাটিতে গত অক্টোবর মাসের বেতন বকেয়া। নিয়ম অনুযায়ী চলতি মাসের ৭ অক্টোবরের মধ্যে বেতন পরিশোধের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় আজ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গত কয়েক দিন কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। এরপর একপর্যায়ে তারা সকাল ৯টার দিকে দলে দলে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে জড়ো হন এবং অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকেরা। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
এবি