নেত্রকোনায় চাকরিচ্যুত বিডিআররা তিন দফা দাবিতে মানববন্ধন করেছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের পৌরসভার সামনে ক্ষতিগ্রস্ত বিডিআর- ২০০৯ ও বিডিআর কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উল্লেখিত দাবিগুলো হলো- চাকরিচ্যুত নির্দোষ বিডিআরদের চাকুরীতে পূর্ণ বহাল, জেল বন্দি নির্দোষ বিডিআরের মুক্তি ও তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা বাতিল করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চাকরিচ্যূত বিডিআর সদস্য নেত্রকোনা জেলার সমন্বয়ক মাসুদ খান, মো: আকবর হোসেন, আবু নাসের, নায়েব সুবেদার হাফিজুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হাসনাত জনি, চাকরিচ্যুত বিডিআর সদস্যের স্ত্রী লিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ হওয়া ও খালাস প্রাপ্ত তাদের মুক্তি দেয়া, প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সরকারি সুবিধাসহ পুনরায় চাকরিতে পুণর্বহাল করা।
আর এসবি ইউনিটের বিডিআর (নিরস্ত্র) মো: আসাদুজ্জামান জানান, আমি নিরস্ত্র খেলোয়ার থাকা সত্ত্বেও আমাকে মিথ্যা মামলায় ২০১৩ সাল থেকে চার বছর সাজা কাটতে হয়। এখনো বিভিন্ন ধরনের মামলায় সারাদেশে ৬৮৩ জন বিডিআর সাজাপ্রাপ্ত আছেন। যার মধ্যে ৫ শতাধিক বিডিআরের মামলা শেষ হওয়া সত্বেও বিস্ফোরণসহ কোন ধরনের মামলায় তাদেরকে নতুন করে সাজা দেখানো হয়েছে। আমরা সকল বিডিআর এ নিঃশর্ত মুক্তি চাই। আমরা চাই সকল বিডিআর এর পরিবারে শান্তি ফিরে আসুক।