ময়মনসিংহের গৌরীপুরে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
রোববার (১২ জানুয়ারি) শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ক্ষেতমজুর সমিতির সভপতি হারুন আল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে উপজেলার সিধলং বিলের ইজারা বাতিল, বরাদ্দকৃত ভূমিহীনদের খাসজমি বুঝিয়ে দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্ষেতমজুরদের জন্য রেশন ও পেনশন চালুকরণ, সরকারের প্রকল্পের দুর্নীতিবন্ধকরণ, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন, টিসিবি চালুকরণসহ ৭ দফা দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, কৃষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মজিবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল হাসনাত, সহসভাতি তোফাজ্জল হোসেন হেলিম, গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, ক্ষেতমজুর নেতা মো. নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, মো. কাছুম আলী, মো. হাবিবুর রহমান, সুখন সরকার প্রমুখ।
এমআর