এইমাত্র
  • ১০ গজ জমি নিয়ে বিরোধ, বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠক
  • মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর দিলো বিটিআরসি
  • এবার মহাকাশে বাঁধ নির্মাণ করবে চীন
  • বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক
  • কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার
  • ভ্যাট বাড়লেও সাধারণ মানুষের ওপরে খুব প্রভাব পড়বে না
  • সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো ৬০ দিন
  • আপনারা তেল মারা বন্ধ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এজেন্সি কোটা ১ হাজার বহাল রেখে হজ চুক্তি সম্পন্ন
  • শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে সমন্বয়কদের ঐক্যে ফাটল, নেপথ্যে ‘ডট গ্যাং’

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

    চট্টগ্রামে সমন্বয়কদের ঐক্যে ফাটল, নেপথ্যে ‘ডট গ্যাং’

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

    চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী শেষে দ্বন্দ্ব ও বিবাদে জড়িয়েছেন সংগঠনটির দু’টি গ্রুপের সমর্থকরা। একপর্যায়ে সংবাদ সম্মেলন করতে এসে চট্টগ্রাম প্রেস ক্লাবে হাতাহাতির ঘটনাও ঘটে। তাদের অভিযোগ ছাত্রলীগ নিয়ন্ত্রিত কিশোর গ্যাং গ্রুপ ‘ডট গ্যাং’ এর সদস্যরা এ হামলার পেছনে দায়ী। ঘটনার সূত্রপাত হয় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ।

    পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বিকেলে নগরীর বিপ্লব উদ্যানে পথসভা, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ চট্টগ্রামের সমন্বয়ক, ছাত্র প্রতিনিধিদের নিয়ে নগরীর ওয়াসা এলাকায় একটি অফিসে বসে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু করে।

    এসময় কেন্দ্রীয় সহ–সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রেজাউর রহমান এর নেতৃত্বে শিক্ষার্থীসহ অনেকেই সেখানে প্রবেশ করে।

    প্রত্যক্ষদর্শীদের দাবী, এসময় তাদের সাথে অফিসে প্রবেশ করে সাদিক আরমান, নিজামুদ্দিনসহ কিশোর গ্যাং হিসেবে পরিচিত ডট গ্যাং এর আরও বেশ কিছু সদস্য।

    এসময় রিজাউর মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে উদ্দেশ্য করে ‘কাকে জানিয়ে চট্টগ্রামে প্রোগ্রাম করতে এসেছেন’ এমন প্রশ্ন ছুড়ে দেন।হান্নান মাসউদ প্রশ্নের উত্তরে বলেন রাসেল-রাফিরা কর্মসূচীর বিষয়ে জানেন।

    এসময় তিনি রিজাউরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন ‘আপনি কে?’ ,এর পরপরই রিজাউরের সাথে থাকা ডট গ্যাং এর সদস্যরাসহ রাফির সমর্থকরা হট্টগোল শুরু করে এবং এক পর্যায়ে আব্দুল হান্নান মাসউদ,রাসেল সহ অন্যানদের অবরুদ্ধ করে রাখে।

    একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ওমর ফারুকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের।

    পরে তাৎক্ষণিক এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদসহ তার সমর্থকরা।এসময় রাসেল আহমেদ অভিযোগ করেন খান তালাত মাহমুদ রাফির উপস্থিতিতে রেজাউর রহমানের নেতৃত্বে ডট গ্যাং এর সদস্যরা তাদেরকে অবরুদ্ধ ও হামলা চালায়।এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন তারা।

    সংবাদ সম্মেলনে এক পর্যায়ে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি রেজাউর রহমানসহ তার অনুসারীদের নিয়ে প্রেস ক্লাবে প্রবেশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মাঝে।এসময় বিভিন্ন স্লোগান দেয় উভয় পক্ষের সমর্থকরা। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়ে হাতাহাতিতে।

    এসময় ‘হামলাকারীদের সাথে বসবো না’,’চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’এমন বিভিন্ন স্লোগান দেন রাসেলের সমর্থকরা। এরই মাঝে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রাফি হামলায় জড়িতদের বিচারের দাবী জানান।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…