নাটোরের সিংড়ায় অপহরণ করে যাওয়ার পথে জনতার হাতে ২ জন অপহরণকারী আটক হয়েছে। এসময় মাইক্রোচালক ও ভিকটিমকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে অপহরণ করে নাটোর সিংড়া হয়ে জামতলা-বামিহাল সড়কের রাণীভবানী রাস্তার কোয়াখাস এলাকায় বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটির পথরোধ করে। এসময় জিজ্ঞাসাবাদ শুরু করলে অপহরণকারী ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তাদের কবল থেকে নাটোর জেলার মূহরী মোখলেস ও জিন্নাত আলী মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর জর্জ কোটের এডভোকেট মোখলেছুর রহমান মিলন এর মূহরী মকলেস কে নাটোর জজকোর্ট থেকে উঠিয়ে নেয় অপহরণকারীরা।
আটককৃতরা হলেন, পাবনা জেলার নাটিয়াবাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মুক্তার হোসেন (৪৫) ও কালিয়াকৈর গাজীপুর এর হিজলতলী গ্রামের আসলাম সরকারের পুত্র রবিন হোসেন (২৫)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে। ২ জন কে আটক করে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
পিএম