চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে আপন মা ও ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরির আঘাতে খুন হয়েছে আনিকা আকতার (১৮) নামে দুই সন্তানের জননী ।
রোববার (১২ জানুয়ারী) বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সোনা মিয়া হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯ টার দিকে লাশ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ নিয়ে যায়।
হত্যার দায় স্বীকার করায় মা রোখসানা বেগমকে পুলিশ আটক করলেও ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহতের ছোট ভাই রোকন উদ্দিন।
নিহত আনিকা ওই এলাকার সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে। তার ঘরে ৪ বছর বয়সী এক ছেলে ও ৬ মাস বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জহুর আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মা- ছেলে ও বোনের সাথে ঝগড়া-বিবাদ লেগে ছিল। আজকেও সকাল থেকে তাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে মা ও ছেলে মিলে হাত-পা বেঁধে তাকে উপর্যুপরি আঘাত করলে সে নিহত হয়।
নিহতের মামা নাছির উদ্দিন বলেন, আনিকা মানসিক ভারসাম্যহীন। বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে বাপের বাড়ি থাকে সে। মাঝখানে কিছুদিন ভাড়ায় বাসায়ও থাকতো। মা মেয়ে ও ছোট ভাইয়ের সাথে ঝগড়া হতো প্রায়।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় অভিযুক্ত মা রোখসানা বেগমকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর