চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোড়া হত্যা মামলার মূল আসামীসহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। আর এ হত্যাকান্ডের মূল আসামী শাহীন রেজা আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মোঃ তোফাজুল হকের ছেলে মোঃ শাহিন রেজা(২২) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ সামাদ আলী(৩০)।
আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এক প্রেস বিফ্রিং এ জানান, জেলার নাচোলের মল্লিকপুর গরুরহাটে গত ১৭ ডিসেম্বর বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে খোলশি গ্রামের কয়েকজন নাচানাচি করার সময় আসামী তামিম তাদের নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তামিমের ভাতিজা মোঃ শাহিন রেজা ঘটনাস্থলে এসে তাদের ওপর চড়াও হয় এবং চাক্কু দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করলে মাসুদ ও রায়হান নিহত হয় এবং ৪ জন আহত হয়।
পুলিশ সুপার আরো জানান, এই হত্যাকান্ডের পর ডিবি পুলিশের একটি দল বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ৭নং আসামী মোঃ আব্দুস সামাদ এবং তার দেয়া তথ্যমতে পরবতীর্তে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে ১নং আসামী মোঃ শাহিন রেজাকে গ্রেফতার করে। পরে পুলিশ এই হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। আর এর আগে পুলিশ আরো ২ জনকে আটক করে।
এফএস