চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না (২০) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় জড়িত থাকার দায়ে ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) এবং মো. আরমান (২৬)।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মজুমদার।
এর আগে, সোমবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। পরে নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৪ জন আসামিদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, মঙ্গলবার সকালে মেলাস্থলে গিয়ে দেখা যায়, হামলার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় থমথমে অবস্থায় রয়েছে। মেলার ভিতরে অনেক দোকান বন্ধ রয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্যমেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়। পরে জাহেদ হোসেন মুন্না নামের এক যুবদল কর্মী নিহত হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হত্যা মামলার মূল অভিযুক্ত মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ ৪জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালাতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার রাতেই ঘটনার পর নিহতের পরিবার ১১জনের নাম উল্লেখ করা হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
এইচএ