এইমাত্র
  • পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক
  • সুইজারল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস
  • পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক
  • ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
  • জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার
  • জেল থেকে কী বলেছেন লুৎফুজ্জামান বাবর, জানালেন আইনজীবী
  • রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র
  • এলপিজির নতুন মূল্য নির্ধারণ, কার্যকর সন্ধ্যা থেকে
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সচিব
  • লস অ্যাঞ্জেলেসজুড়ে ছড়ানো হচ্ছে ‘পিঙ্ক পাউডার’
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    অপরাধী ধরতে কারও রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবি প্রধান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

    অপরাধী ধরতে কারও রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবি প্রধান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
    ছবি: সংগৃহীত

    চাঁদাবাজি ও সন্ত্রাসীদের স্রেফ অপরাধী হিসেবেই দেখা হয়; অপরাধী গ্রেপ্তারে কোনো শক্তি বা ব্যক্তির রক্তচক্ষুকে তারা ‘ভয় পান না’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেজাউল করিম মল্লিক।

    তিনি বলেন, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে দেখি, সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে দেখি। কোন আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা এবং ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আইনের আওতায় গ্রেপ্তার হবে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। যতদিন কাজ করবো ততদিন দেশ ও জনগণের সেবা করেই থাকবো। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না।

    ডিবি বলেন, বিগত সময়ে পতিত স্বৈরাচারের নির্দেশনা ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তার কারণে জনগণকে পুলিশের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে আমরা সেখান থেকে উঠে এসে পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা চর্চার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তার কথায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা যখন ‘ঘুরে দাঁড়িয়েছে’, তখন মজুদ, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে ‘বিপদে ফেলার চেষ্টা চলছে’।

    মল্লিক বলেন, “ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বাড়ানো তারই একটি প্রকৃত উদাহরণ। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকরীরাও মাথাচাড়া দিয়ে উঠেছে। সতর্ক করে তিনি বলেন, “অবৈধ মজুদদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না। যতোই চক্রান্ত করুক না কেন, পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। সাম্প্রতিক সময়ে সারাদেশব্যপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে।

    ৫ অগাস্টের পর ছাড়া পাওয়া কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নিয়ে প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, “যারা শীর্ষ সন্ত্রাসী আছে, তাদের পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে, সমস্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসব। সব বিষয়েই আমাদের মনিটরিং রয়েছে।

    জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল ও আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

    এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আমরা বিশেষ নজর দিচ্ছি। কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক আর ইমন হোক। তাদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবেন।

    রেজাউল করিম বলেন, কোনো চাঁদাবাজ, ছিনতাইকারীদের ঠিকানা এই দেশে হবে না। পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। রাজধানীসহ বিভিন্ন জায়গা গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…