চকরিয়ায় শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে খুনের ঘটনায় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী বান্দরবানে আটক করেছে লামা থানা পুলিশ।
পার্বত্য জেলার বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামিল আহমদের নেতৃত্বে ঘাতক মেহেদী শওকত হাসান মেহেদীকে ঘটনার ৮ ঘণ্টার মধ্যে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া থেকে রাত সাড়ে ৮টার সময় আটক করা হয়।
চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেছে স্বামী মেহেদী। ঘটনাস্থলে নিহত হন স্ত্রী। তারা চকরিয়া নিউ মার্কেটের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের মেয়ে ও স্ত্রী।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে খুনি শওকত হাসান মেহেদী (২৩) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে। ঘটনার পরপরই নিহত উম্মে হাফসা তুহি আর ঘাতক মেহেদীর একটি কাপল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় উক্ত ছবি দেখে ঘাতক মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে ক্যাম্পের অফিসার ইনচার্জ জামিল আহমেদ বলেন, আসামিকে লামা থানায় নিয়ে যাওয়া হয়েছে।