এইমাত্র
  • রাজবাড়ীতে যুবদল নেতার উপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ২
  • বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরি দিবে: জেলা প্রশাসক
  • লালমনিরহাটে কৃষি জমির টপ সয়েল পুড়ছে ইটভাটায়
  • জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশের টাইগ্রেসরা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রবিবার
  • জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
  • গত সাড়ে পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং
  • আ.লীগের সাবেক এমপির নাম ফলক ভাঙতে গিয়ে শ্রমিকদল-আ.লীগ নেতাকে গণপিটুনি
  • আজ শনিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

    মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৯ পিএম

    মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে মাটি ব্যবসা ও মেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির ৫ জন কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহতরা হলেন- আটিগ্রাম ইউনিয়ন কৃষি জমি ও কৃষক বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।

    ভুক্তভোগী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কৃষি জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করে আসছিলেন ভুক্তভোগী ইউপি বিএনপির একটি পক্ষ।

    অপরদিকে, গত ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর আটিগ্রাম ইউপি চেয়ারম্যান নুরে এ আলম সরকার ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষকে ম্যানেজ করে এলাকায় মাটির ব্যবসাসহ পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী কিছু লোকদের নিয়ে বিএনপির গুটিকয়েক নেতা এ হামলা ঘটিয়েছে। আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার তার ভাটায় অবৈধ মাটি আনা নেওয়ার জন্য বিএনপি'র কিছু নেতাকে অর্থের লোভ দেখিয়ে তার সঙ্গে রেখে চক্রান্ত করে যাচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করি।

    এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…