বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী পাখী বেগম বলেন, আলিকদম থেকে দু’টি ট্রাক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। তারা বন্যা এলাকায় পৌঁছালে কক্সবাজার ল ১১২৩৮৮ নাম্বারের ট্রাকটি বিপরীতগামী তিনজন আরোহীসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনই নিহত হন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানাতে পারবো।