এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    মির্জাপুরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ১০

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

    মির্জাপুরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ১০

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

    শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে পৌরসদরের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড ও বাজারের কাকলীর মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলেন- উপজেলার গোড়াইল গ্রামের বাসিন্দা মমিনুর সিকদার, তার ভাই সাদ্দাম সিকদার, চাচা সেলিম সিকদার, আলম মৃধা, তাঁর দুই ভাই জাহাঙ্গীর ও আনোয়ার মৃধা, ভাগ্নে হাবেল মৃধা এবং বোন নিপা আক্তার। তাঁরা মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

    পুলিশ ও এলাকাবাসী জানান, গত ৫ আগস্ট উপজেলার গোড়াইল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মৃধা একই গ্রামের ফয়সাল মিয়া ও মানিক মিয়াকে তুচ্ছ ঘটনায় মারধোর করেন। এর দুইদিন পর জাহাঙ্গীর মৃধার বড় ভাই ছানোয়ার মৃধার ছেলে ইথিন মৃধা ও পবন মৃধা ওই গ্রামের বাসিন্দা মির্জাপুর কলেজের সাবেক ভিপি আবু সাঈদ মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

    এ খবর গোড়াইল গ্রামে ছড়িয়ে পড়লে সাঈদ মিয়ার আত্মীয়রা জড়ো হয়ে মির্জাপুর বাজারের বংশাই রোডে জাহাঙ্গীর মৃধার ভাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী আলম মৃধার ওপর হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি গ্রাম্য সালিশে মিমাংসার কথা থাকলেও তা হয়নি।

    এদিকে এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় ফয়সাল মিয়ার সঙ্গে ইথিন মৃধা, তাঁর ভাই পবন মৃধা, রিপন মৃধা, রবিন মৃধার বাক বিতন্ডা হয়। রাত সাড়ে ১০টার দিকে একই স্থানে ওই গ্রামের মমিনুর সিকদারকে ইথিন ও তাঁর ভাইয়েরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারার হুমকি দেন।

    সর্বশেষ শুক্রবার রাত সাতটার দিকে বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় মমিনুর সিকদার দাড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ জাহাঙ্গীর তাঁর ভাতিজাকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় মমিনুরের চাচা সেলিম সিকদার এগিয়ে আসলে তাঁরা ওপরও হামলা চালায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মমিনুর ও সেলিম সিকদারের আত্মীয়রা জড়ো হয়ে ব্যবসায়ী আলম মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখানে তাঁদের হামলায় আলম মৃধা, তাঁর দুই ভাই জাহাঙ্গীর ও আনোয়ার, ভাগ্নে হাবেল এবং বোন নিপা আক্তার আহত হন। এসময় উত্তেজিতরা আলম মৃধার স্টেশনারী দোকানের ভাঙচুর করেন। পরে উভয় পক্ষের আত্মীয়রা চিকিৎসার জন্য আহতদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    এদিকে রাত পৌনে ১০টার দিকে ইথিন ও পবন মৃধার নেতৃত্বে তাঁদের আত্মীয়রা থানা রোডে অবস্থিত সাবেক ভিপি আবু সাঈদ মিয়ার শ্বশুর প্রয়াত মঞ্জুর রহমান ও ফয়সাল মিয়াদের বাসায় ঢিল ছুড়েন। বাসায় বসবাসরতদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সেলিম সিকদার ও জাহাঙ্গীর মৃধা বাদী হয়ে মির্জাপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন।

    এব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় থানায় পৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…