এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপি’র সাবেক সভাপতিকে কুঁপিয়ে আহত করলেন বর্তমান সভাপতি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

    বিএনপি’র সাবেক সভাপতিকে কুঁপিয়ে আহত করলেন বর্তমান সভাপতি

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ হান্নান মিয়ার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় সাবেক সভাপতি মাহমুদুল হাসান কামালকে কুঁপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় থানায় অভিযোগ নিয়ে যাওয়ার পরও অভিযোগ জমা নেয়নি পুলিশ।

    এমন অভিযোগ এনে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাহমুদুল হাসান কামাল।

    অভিযুক্তরা হলেন, আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ হান্নান মিয়া, যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ সভাপতি ছিদ্দিক মিয়া, বিএনপি নেতা মোবারক হোসেন, সোলেমান ও কামরুজ্জামান রুবেল।

    মাহমুদুল হাসান কামাল বলেন, আমি আচমিতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি। পরিবারের কথা চিন্তা করে এখন রাজনীতি থেকে দূরে আছি। বসতবাড়ির দক্ষিন পার্শ্বে নিজ জমিতে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করে দীর্ঘদিন যাবত ফিসারী ব্যবসা করে আসছি। এ কারণে অভিযুক্তরা বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করা সত্বেও গত (১৪ জানুয়ারি) উপজেলার মশুয়া এলাকায় সকাল সাড়ে ৮টার সময় আমার কাছে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বরাবরের মতো দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডার একপর্যায়ে অভিযুক্তরা এলোপাতারি মারপিট করে কুপিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কিশোরঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাহমুদুল হাসানের স্ত্রী কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও অভিযোগ গ্রহণ করেনি পুলিশ।

    অভিযুক্ত বিএনপি’র সভাপতি আঃ হান্নান বলেন, আমরা চাঁদাবাজ না। অভিযোগটি মিথ্যা। মাহমুদুল হাসান নিজ জমি থেকে মাটি কাটা অবস্থায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়। পরবর্তীতে আবারও মাটি কাটতে গেলে একই এলাকার কেন্দ্রীয় যুবদলের সদস্য আবু সিদ্দিকের সাথে কথা কাটাকাটি হয়। পরেরদিন মশুয়া এলাকায় চা খাওয়ার সময় আবু সিদ্দিকের সাথে আবারও ঝগড়া হয় এবং এই ঘটনা ঘটে।

    এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমার কাছে অভিযোগ নিয়ে আসলে আবারও সংশোধনীর কথা বলে নিয়ে যায়। তিনি আরও বলেন, আজকে (শনিবার) রাত ৮টায় অভিযোগ নিয়ে আসবেন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…