রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের উপর গুলির চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার উপজেলা যুবদলের আয়োজনে পৌর শহর এলাকায় এই বিক্ষোভ মিছিল বের করে।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা সহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং গুলির ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।
উল্লেখ্য, পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির নেতা ফরহাদ হোসেন সোহাগের শুভ সন্ত্রাসী মামলার প্রতিবাদে গত ১৭ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাট্টা ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হন মনিরুল বিশ্বাস নামে এক যুবদল কর্মী। আহত যুবদল কর্মী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এআই