এইমাত্র
  • সাইফ আলির ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী
  • ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
  • র‍্যাবকে দেখা যাবে নতুন এই রঙের পোশাকে
  • সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম
  • ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব!
  • রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন
  • বেরোবির বহিষ্কৃত ৭১ শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • কোটা ইস্যুতে আবারও আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীরা
  • ভবিষ্যতে 'সুগার মাম্মি' হতে চান অভিনেত্রী হুমায়রা সুবাহ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    জাতীয়করনের দাবীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম

    জাতীয়করনের দাবীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:১২ এএম

    বেসরকারি প্রাইমারি বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা।

    রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

    বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি মো. ইউসুফ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো.আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকা।

    এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হয়ে আসছে জাতীয়করণ থেকে বাদ পড়া ৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

    বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের আগমনে আপামর জনতার মত বৈষম্যের শিকার বেতন বিহীন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। বৈষম্য দুর করে বাদ পড়া ৭০০০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মুখে হাসি ফুটবে।

    তারা আরো বলেন, ২০১৩ ইং সনের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা দেন এবং ঘোষণার পূর্বেই মাঠ পর্যায় থেকে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আনা হলেও মাঠ পর্যায়ে কর্মকর্তাগন তরিঘড়ি করে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রেরণ করেন। ফলে সারাদেশে আরও ৭০০০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। সেই সময় সকল শর্ত পূরণ থাকা সত্ত্বেও বিদ্যালয় গুলো জাতীকরণের জন্য উপজেলা ও জেলা যাচাই-বাছাই এবং টাস্কফোর্স কমিটি জাতীয়করণের জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেন।

    পরে বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয়ভাবে মানববন্ধন, সংবাদিক সম্মেলন এবং স্মারকলিপির মাধ্যমে দাবিগুলো তুলে ধরা হয়। কিন্তু দীর্ঘ কয়েক বছরেও তা বাস্তবায়িত হয়নি। যার ফলে বঞ্চিত ওইসবসব বিদ্যালয়ের শিক্ষকরা। তাই অন্তবর্তিকালীন সরকারের কাছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবী করেন শিক্ষকরা।

    পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইউনাইটেড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার নেতৃবৃন্দরা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…