ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা।
সুত্রে জানা গেছে, দির্ঘ বছর ধরে এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। কিন্তু এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারতো না। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা ট্যাবলেট।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমারা দির্ঘ দিন ধরে ওত পেতে ছিলাম। আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার, এদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
এমআর