সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আহত এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাতে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামি ব্যাংক হাসপাতালে দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে জাভেদকে দেখতে আসেন।
তারেক রহমান এ সময় মুঠোফোনে আহত জাভেদ আক্তারের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা এবং পরিবারের খোঁজ নেন। তিনি ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন।
ওই হামলায় বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তারেক রহমান। একই সঙ্গে আহত জাভেদের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায় ছিল অমানবিক ও পক্ষপাতদুষ্ট
ডা. রফিকুল ইসলাম আহত সাংবাদিকের সুষ্ঠু চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সাংবাদিক জাভেদ আক্তারকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।