গাজীপুরের কাশিমপুরে ২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) বিকেলের দিকে তিশা মনি নামে দুই বছরের ওই শিশুকে হত্যার অভিযোগ উঠে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সৎ মা আশরাফিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত শিশু তিশা মনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাররা গ্রামের রাজন শেখ ও মিতু আক্তারের মেয়ে। বাবা ও সৎ মায়ের সাথে কাশিমপুরে মোজারমিল এলাকায় ভাড়া থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন শেখ কাশিমপুরের মোজারমিল এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করত। ঘটনার দিন রাজন শেখ বাহিরে গেলে শিশুটির সৎ মা তাকে হত্যা করে বলে অভিযোগ উঠে। পাশের ভাড়াটিয়ারা শিশুটি অচেতন অবস্থায় রুমের ভেতর পড়ে থাকতে দেখে শিশুটিকে হত্যার সন্দেহে সৎ মা আশরাফিয়াকে আটকে করে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা আশরাফিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলেও তিনি জানান।