এইমাত্র
  • রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার
  • ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
  • বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
  • বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত
  • সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
  • ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
  • এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল
  • পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
  • সংশোধিত ওয়াকফ আইন ভারত পুনর্বিবেচনা করবে: সালাহউদ্দিন আহমেদ
  • কটিয়াদীতে আশিক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • আজ রবিবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    আলফাডাঙ্গায় জমির ফসলের ভাগ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম

    আলফাডাঙ্গায় জমির ফসলের ভাগ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় সেচের জমির ফসলের ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুল জব্বার কাজী (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

    বুধবার (২ এপ্রিল) দুপুরে পৌর এলাকার নগরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জব্বার কাজী ওই এলাকার মো. ওহিদ কাজীর ছেলে।

    খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকমাস আগে ওহিদ কাজী একটি নির্দিষ্ট চুক্তিতে ওই একই এলাকার আবু বক্কার শেখের পেঁয়াজের জমিতে স্যালোমেশিন দিয়ে সেচ দেন। কিন্তু বুধবার সকালে আবু বক্কার শেখ পূর্বের চুক্তি অনুযায়ী ওহিদ কাজীকে ভাগ না দিয়ে জমি থেকে পেঁয়াজ উত্তোলন করতে থাকে। খবর পেয়ে ওহিদ কাজী পেঁয়াজের জমিতে গিয়ে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা তৈরী হয়। একপর্যায়ে আবু বক্কার শেখের নেতৃত্বে পেঁয়াজের জমিতে থাকা নয়ন শেখ, হাফিজুর শেখ, কামাল সরদার, জামাল সরদারসহ আরও কয়েকজন তাকে মারধোর করে।

    এসময় পিতার আত্মচিৎকার পেয়ে ছেলে আব্দুল জব্বার ঠেকাতে গেলে অভিযুক্তরা তার উপরেও হামলা চালায়। হামলায় দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল জব্বারকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা গুরুতর আহতাবস্থায় আব্দুল জব্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমান আব্দুল জব্বার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় বুধবার রাতেই আব্দুল জব্বার কাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত আবু বক্কার শেখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

    আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, 'লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…