বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ সময় ফারজানা রুপা বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট।’
যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় শুনানির জন্য সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা।
শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। আদালতের উদ্দেশ্যে তিনি বলেন, আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব?
এ সময় বিচারক বলেন, ‘এখানে শ্যোন অ্যারেস্টের গ্রেপ্তার দেখানোর শুনানি হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’
এরপর ফারজানা রুপা বলেন, ‘মামলা তো ডজনখানেক গড়াচ্ছে। আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।’
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এ সময় কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে আলাপ করেন।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যায়ক্রমে তাদের গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়।
এবি