এইমাত্র
  • তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং
  • জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • আজ মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

    টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ইলিয়াস আলী (৪২) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে। আহতরা হলেন- গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ সদস্য রাশেদুল ও হারুন, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আলুভর্তি একটি ট্রাক মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ট্রাকে থাকা আলুর বস্তা মহাসড়কে পড়ে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানজটের খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। যানচলাচল স্বাভাবিক করতে অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় দাঁড়িয়ে থাকা চট্টগ্রামগামী আলুর ট্রাকের পিছনে অপর একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে আলু ব্যবসায়ী, শ্রমিক ও হাইওয়ে থানার ওসিসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক ইলিয়াস আলীকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, দুটি ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…