নীলফামারীর পলাশবাড়ীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া শুক্কুর আলী (৫১) নামে এক কারাবন্দী আসামির মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।
২০১৮ সালের ১ মার্চ দুপুরে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ির পূর্ব সহদেব বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেন একই এলাকার কেরাণীপাড়ার মৃত জুনায়েত আলীর ছেলে শুক্কুর আলী। ঘটনার সময় তার বয়স ছিল ৪৫ বছর।
সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় কাজ শেষে শিশুটির মা বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷ পরদিন ২ মার্চ শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্কুর আলীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। এক মাস পর ২ এপ্রিল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রাম থেকে শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এনআই