কুষ্টিয়ার মিরপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করছে মিরপুর থানা পুলিশ।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৫ টা সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর ক্যানেলপাড়া এলাকায় একটি তামাক খেতে এঘটনা ঘটে৷ অভিযুক্ত উসিম উদ্দিন একই এলাকার ছারা উদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পিছনে বাগানে তেঁতুল কোড়াতে যাই চার বছরের শিশু কন্যাটি। জসিম উদ্দিন মেয়েটিকে ডেকে নিয়ে তামাক ক্ষেতে মাঠের ভিতরে নিয়ে যাই এবং তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তখন মেয়েটি চিৎকার করতে থাকে। জসীমউদ্দীন কোন দিশে না পেয়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে তার নিজ বাড়ি ঘরের মধ্যে পালিয়ে থাকে। মেয়েটি চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের কাছে এসে ঘটনা খুলে বলে। ঘটনা শোনার পর মেয়েটির মা স্থানীয়দের ঢেকে বিষয়টি বললে স্থানীয় জনতা জসীমউদ্দীনের বাড়ি গিয়ে জসিমকে ডাক দেয়। তখন জসিমের মা বাবা বলে কি হয়েছে। স্থানীয় জনতা জসিমকে খুঁজতে ঘরে ঢোকার চেষ্টা করলে দেখা যায় ঘর ভিতর থেকে আটকানো। এসময় স্থানীয়রা ঘরের দরজা ভেঙে জসিমকে মারধর করে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রশাসনকে খবর দেয়।
পরে মিরপুর থানার ওসি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে উক্ত একলার ৪ বছর বয়সী এক শিশুকে পাশ্ববর্তী তামাক ক্ষেতে জোরপূর্বক ধর্ষনের চেষ্টাকালে স্থানীয় লোকজন অভিযুক্ত জসিম কে ঘটনাস্তল থেকে আটক করে পুলিশে খরব দেয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে উসিম কে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
এনআই